মিরাজ-তাইজুলের জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

লক্ষ্য ৪৪৩ রানের। জিম্বাবুয়েকে জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে। হারের ভয় নিশ্চয়ই বাংলাদেশের নেই। তবে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি যেমন শুরু করেছিল, তাতে কিছুটা ভয় ঘিরে ধরেছিল টাইগারদের। যদি ম্যাচটা বাঁচিয়ে ফেলে সফরকারিরা!

তবে হুমকি হয়ে ওঠা উদ্বোধনী জুটিটি শেষ পর্যন্ত ভেঙে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরের পথ দেখিয়ে। এরপর সেট ব্যাটসম্যান ব্রায়ান চারিকেও ৪৩ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

ব্রায়ান চারিকে নিয়ে ৬৮ রানের বড় জুটি গড়ে ফেলেছিলেন মাসাকাদজা। ৬৮ বলে ২৫ রান করা মাসাকাদজাকে শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচ বানিয়েছেন মিরাজ। আর চারি আউট হওয়ার পর রিভিউ নিয়েছিলেন। তাতে কাজ হয়নি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন শন উইলিয়ামস। ব্রেন্ডন টেলর ১ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।