এক লাফে টেস্ট র‍্যাংকিংয়ের দুইয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

পাকিস্তানকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার সঙ্গে সঙ্গে আইসিসির কাছ থেকে বড় সুখবর পেল দক্ষিণ আফ্রিকা। এক লাফে তারা টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে গেছে, উঠে এসেছে দুই নাম্বারে।

সিরিজ শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে দলগত টেস্ট র‍্যাংকিংয়ে চার নাম্বারে ছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ৪টি রেটিং পয়েন্ট পেয়েছে তারা। ফলে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছে ফাফ ডু প্লেসিসের দল।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট এখন ১১০। এক নাম্বারে থাকা ভারতের ১১৬। তিন নাম্বারে ইংল্যান্ড আছে ১০৮ পয়েন্ট নিয়ে। চারে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৭।

এদিকে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয়ে এক ধাপ নিচে নেমে গেছে পাকিস্তান। ৯২ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা সরফরাজের দল খুইয়েছে ৪টি রেটিং পয়েন্ট। ফলে ৯১ পয়েন্টধারী শ্রীলঙ্কার থেকে এক ধাপ নিচে নেমে এখন সাতে অবস্থান করছে পাকিস্তান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

১০১ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া পাঁচ নাম্বারে। বাংলাদেশ আছে যথারীতি নয়ে। ৬৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭০।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।