পাকিস্তান সুপার লিগে এবার নেই কোনো বাংলাদেশি, কারণ...

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৯

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট। নিলামে ছিল ২৩ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। কিন্তু এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরে জায়গা হলো না একজনেরও।

শুক্রবার লাহোরে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন আর মোস্তাফিজুর রহমান। কিন্তু তাদের কেউই ডাকেনি।

ডাকেনি বললে অবশ্য ভুল হবে। ডাকার উপায় ছিল না। কেননা বাংলাদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট চলার সময় পাওয়াই যাবে না। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন তারা।

তামিম আর মাহমুদউল্লাহ এর আগেও পিএসএলে খেলেছেন। এবারও হয়তো কোনো না কোনো দলে খেলতে পারতেন তারা। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

একইরকম অবস্থা হয়তো দেখা যাবে আসন্ন আইপিএলেও। নিলামের জন্য ছয়জন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে বিসিবি। তারা হলেন-তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।