‘বলে লালার ব্যবহারে কখনও কেউ অসুস্থ হয়নি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ০১ মে ২০২০

করোনাভাইরাসের কারণে ফুটবলে বেশ কিছু নতুন নিয়মের ব্যাপারে ভাবছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একইপথে হাঁটার গুঞ্জন চলছে ক্রিকেটেও। বিশেষ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রিকেট বলে লালার ব্যবহার বন্ধের পরামর্শ দিচ্ছেন অনেকেই।

কেননা কোভিড-১৯ ছড়ানোর অন্যতম মাধ্যম মানুষের লালা। ফলে ক্রিকেট বল উজ্জ্বল করার জন্য যদি লালা ব্যবহৃত হয়, তাহলে ঝুঁকি থেকেই যাবে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে বেশ কয়েকদিন ধরে।

যেখানে সবশেষ যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার মতে, বলে লালার ব্যবহার বন্ধের কোন কারণ নেই। কেননা লালার ব্যবহারে কেউ অসুস্থ হয়েছে- এমন ঘটেনি কোনদিন। এছাড়া ঝুঁকি থাকলে সেটা আরও অনেক কিছুতেই থাকতে পারে বলে মনে করেন ওয়ার্নার।

তিনি বলেন, ‘এটা (বলে লালার ব্যবহার) একশ বছর ধরে চলে আসছে। এর কারণে কেউ অসুস্থ হয়েছে আমার জানা নেই। ক্রিকেটে হরহামেশা ড্রেসিংরুম শেয়ার করা হচ্ছে, বাকি সবকিছুই শেয়ার করা হচ্ছে। শুধু লালা ব্যবহারে বদল আনার কোনও কারণ আমি দেখি না। আপনি যেকোনভাবে জীবানুর সংস্পর্শে আসতে পারেন। আমার মনে হয় না শুধু লালা থেকে সেটা হতে পারে।’

তবে ওয়ার্নার এট ব্যাপারে চূড়ান্ত কোন মত দিতে রাজি নন। আইসিসি তথা অন্যান্য আয়োজকদের সিদ্ধান্তকেই স্বাগত জানাবেন তিনি, ‘আমি নিশ্চিত নই। তবে এটা করা উচিত কি-না, মন্তব্য করা আমার দায়িত্ব নয়। এটা আইসিসি ও গভর্নর বডির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

অসি ওপেনার বলে লালার ব্যবহার বন্ধের বিপক্ষে হলেও বাংলাদেশের পেসার রুবেল হোসেন ও সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন এ সিদ্ধান্তকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তাদের উভয়ের কাছেই মানুষের স্বাস্থ্যের বিষয়টা সবার আগে বিবেচ্য।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।