ক্রিকেটারদের উপস্থিতিতে আবার মুখর হলো তিন স্টেডিয়াম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৯ জুলাই ২০২০

পুরো বিষয়টা না জানলে কিছু প্রশ্নের উদ্রেক ঘটবেই। ঘটছেও। কেউ কেউ হিসেব মেলাতে পারছেন না, টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্টের শেষ স্কোয়াডে না থাকা কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন করতে রাজধানী ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, খুলনার শেখ আবু নাসের ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আসলে কে কে শেষ টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে ছিলেন- সেটাই একমাত্র মানদণ্ড নয়। করোনা মহামারির পর নিকট ভবিষ্যতের কথা ভেবে নির্বাচকরা ৩৮ জনের একটা পুল তৈরি করেছেন, করোনার তীব্রতা ও ভয়াবহতা কমে গেলে যাদের নিয়ে ৫ সপ্তাহের একটি ফিটনেস ক্যাম্প শুরু হবে।

সেই ৩৮ জনের মধ্যে যারা ব্যক্তিগতভাবে অনুশীলন করতে ইচ্ছে প্রকাশ করেছেন, তাদের চার স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি মিলেছে। আর তাই আজ ১৯ জুলাই দেশের ৪ টেস্ট ভেন্যুতে ৯ ক্রিকেটার নিজের ইচ্ছেয় ব্যক্তিগত পর্যায়ে ফিটনেস ট্রেনিং, রানিং ও জিমওয়ার্ক শুরু করেছেন।

আগেই জানা, শেরে বাংলায় মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম সকাল ৯টা থেকে বেলা ১২টায় অনুশীলন শেষ করেছেন। তাদের সাথে খুলনায়ও তিন জাতীয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও অফ স্পিনার কাম মিডল অর্ডার মেহেদি হাসান শেখ আবু নাসের স্টেডিয়ামে প্র্যাকটিস করেছেন।

অন্যদিকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পেসার খালেদ চৌধুরী ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ অনুশীলন করেছেন। চট্টগ্রামে অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে নাঈম হাসান মাঠেই নামতে পারেননি।

খুলনা স্টেডিয়ামে অনুশীলন করা নুরুল হাসান সোহান এবং সিলেট স্টেডিয়ামে অনুশীলন করা নাসুম আহমেদ জাগো নিউজের সাথে আলাপে তাদের অনুশীলন করার কথা জানিয়েছেন। অফ স্পিনার নাঈম হাসান জাগো নিউজকে জানান, চট্টগ্রামে সারাদিন বৃষ্টির কারণে মাঠেই নামতে পারিনি।

এআরবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।