এবার আম্পায়ারের কারণে বাতিল হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসের এই বাস্তবতায় হঠাৎ ম্যাচ স্থগিত বা বাতিল হওয়া অপ্রত্যাশিত কিছু নয়। বেশিরভাগ সেটা হয়, খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ার দুঃসংবাদেই।

তবে এবার আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি বাতিল হলো আম্পায়ারের কারণে। ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া একজন আম্পায়ারের হঠাৎ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে তার সংস্পর্শে আসা বাকি তিন আম্পায়ারকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।

দুই দলের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল ২৬ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে।

২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেটি বাতিল হলেও ২৮ এবং ৩০ ডিসেম্বর বাকি দুই ম্যাচ যে করেই হোক আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র ক্রিকেট। প্রয়োজনে বাড়তি ম্যাচ অফিসিয়াল প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‌‘আইসিসিকে সাথে রেখে ক্রিকেট আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে সিরিজের বাকি অংশটা চালিয়ে যাওয়া যায়। বক্সিং ডের প্রথম ওয়ানডেটা আসলে বাতিল হয়েছে বিকেলে ম্যাচ অফিসিয়ালদের একজনের করোনা পজিটিভ হওয়ার খবরে। বাকি তিনজন নেগেটিভ হলেও তারা ওই আম্পায়ারের সংস্পর্শে আসায় প্রথম ওয়ানডেতে পাওয়া সম্ভব ছিল না।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।