ব্রাহ্মণবাড়িয়ায় হুইলচেয়ারে টি-টোয়েন্টি ক্রিকেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৪ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টি-টোয়েন্টি হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ড্রিম ফর ডিস্অ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই টুর্নামেন্ট।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান মারুফ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।

wheelchair Cricket

খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে হুইলচেয়ার নিয়ে মাঠে নামে বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা। প্রথমে ব্যাট করতে নেমে লাল দলের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেটে ১৪২ রান। জবাবে সবুজ দলের ১০ ওভার ৫ বলে ১ উইকেটে ১৪৩ রান করে জয়লাভ করে। ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সুমন (লাল দল) সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ম্যান অফ দ্য ম্যাচ হন আশরাফুল (১০ চার, ২ ছক্কা) ৫৫ রান।

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ সোপানুল ইসলাম প্রমুখ।

পুরো টুর্নামেন্ট সমন্বয় করেন ড্রিম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় পুরস্কার প্রাপ্ত হেদায়েতুল আজিজ মুন্না।

হেদায়েতুল আজিজ মুন্না জাগোনিউজ'কে বলেন, ‘আজকের টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব খেলোয়াড়রা ডিডিএফ ক্রিকেট টিমের হয়ে অংশগ্রহণ করেছেন। আমার বিশ্বাস এসব খেলার মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের আপন স্থান ফিরে পাবে এবং সমাজের মূল স্রোতধারায় অংশগ্রহণ করবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় অংশগ্রহণ নিশ্চিতকরণে ড্রীম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশন সর্বদাই এ ধরণের অনুপ্রেরণা ও গঠনমূলক ক্রীড়ার আয়োজন করে থাকে।

আবুল হাসনাত মোঃ রাফি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।