এশিয়ান গেমস ক্রিকেট

মাত্র ১১৬ রানে থেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

এশিয়ান গেমসে এরই মধ্যে একটি পদক এসেছে নারী ক্রিকেট থেকে। ব্রোঞ্জ পদক জিতেছিলো বাংলাদেশ। প্রত্যাশা পুরুষ ক্রিকেট থেকেও একটি পদক অন্তত আসবে। কিন্তু সেই পদক কী সত্যি সত্যি আনতে পারবেন পুরুষ ক্রিকেটাররা? কারণ, কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানে থেমে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। শুরুতে দুই ওপেনার পারভেজ হাসান ইমন এবং মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন শূন্য রানে। ১ রান করে আউট হয়েছেন জাকির হাসান।

অধিনায়ক সাইফ হাসান সর্বোচ্চ রান করেছেন। ৫২ বলে তিনি করেছেন ৫০ রান। অপরাজিত ছিলেন তিনি। ১টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন। ১৪ বলে ২৩ রান করে আফিফ হোসেন ধ্রুব। শাহাদ হোসেন ২৬ বলে করেন ২১ রান। জাকের আলি ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান করে থেমে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে অবশ্য খেই হারিয়ে ফেলেছে মালয়েশিয়াও। এই রিপোর্ট লেখার সময় ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ রান করেছে তারা। ১৫ রানে ব্যাট করছেন সৈয়দ আজিজ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।