এশিয়ান গেমস ক্রিকেট সেমিফাইনাল

ভারতকে ৯৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৬ অক্টোবর ২০২৩

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদশের ব্যাটাররা। এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ৯৭ রানের লক্ষ্য দিতে সক্ষম হয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

হাংঝুর জেইঝিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। টস হেরে ব্যাট করতে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারাতে থাকে সাইফ হাসানের দল। ফলে রান তোলার গতিও অনেকটা স্লথ হয়ে যায়।

সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন উইকেটরক্ষক জাকের আলি। ২৩ রান করেন পারভেজ হোসেন ইমন। ১৪ রান করেন রাকিবুল হাসান। বাকি ব্যাটারদের আর কেই দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। আফিফ (৭), মাহমুদুল হাসান জয় (৫), সাইফ হাসান (১), জাকির হাসান (০), শাহাদাত হোসেন (৫), মৃত্যুঞ্জয় চৌধুরী (৪) এবং রিপন মন্ডল (০) দ্রুত আউট হয়ে গেলে বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ৯৬ রানে।

ভারতীয়দের হয়ে সাই কিশোর নেন ৩ উইকেট। ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, ১টি করে উইকেট নেন আর্শদিপ সিং, তিলক বার্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।