অ্যাডিলেড স্ট্রাইকার্সের হেড কোচ হলেন টিম পেইনে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৫ আগস্ট ২০২৪

খেলোয়াড়ি ক্যারিয়ার থেকে অবসরে যাওয়ার দুই বছরের মধ্যে বড় একটি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়ে গেলেন টিম পেইনে। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক হয়েছেন বিগব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের নতুন হেড কোচ।

গত মৌসুমে কোচ জেসন গিলেস্পির সহকারী ছিলেন পেইনে। সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ছেড়ে গিলেস্পি পাকিস্তান টেস্ট দলের কোচ হওয়ার পর রাজ্যদল এবং বিগব্যাশের দল আলাদা কোচ পেলো। গত সপ্তাহে রায়ান হ্যারিস হন সাউথ অস্ট্রেলিয়ার হেড কোচ।

পেইনের কোচিং ক্যারিয়ার বেশ দ্রুতই বড় পর্যায়ে চলে এসেছে। তিনি বর্তমানে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে এনটি স্ট্রাইকের সঙ্গে কাজ করছেন, গত মৌসুমে ছিলেন অস্ট্রেলিয়া 'এ' দলের সহকারী কোচ। অনূর্ধ্ব-১৯ এবং নারী দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে পেইনের।

এর আগে পেইনে জানিয়েছিলেন, যদি সাউথ অস্ট্রেলিয়ার দুটো দলে আলাদা কোচিং সেটআপ করা হয়; তবে তিনি বিগব্যাশের দলের দায়িত্ব নিতে আগ্রহী।

অবশেষে সেই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পেইনে বলেন, ‘আমি গর্বিত এবং রোমাঞ্চিত এমন একটি প্রতিষ্ঠিত ও দারুণ সমর্থকগোষ্ঠীর ক্লাবে সুযোগ পেয়ে। ডিসেম্বরে বিগব্যাশ লিগের ১৪তম আসরের জন্য তর সইছে না।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।