পাকিস্তান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের ব্যাটিং কোচ জেপি ডুমিনি। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

সিএসএ বলেছে, ‘জেপি ডুমিনি ব্যক্তিগত কারণে সিএসএর সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সাদা বলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।’

২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার সাদা বলের হেড কোচ রব ওয়াল্টারের সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব নেন ডুমিনি। এর আগে তিনি দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পার্ল রয়্যালসের হেড কোচ ছিলেন। দায়িত্ব পালন করেছেন ঘরোয়া ক্রিকেট দল বোল্যান্ডের প্রধান কোচ হিসেবেও।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ভারত সফরে যান ডুমিনি। তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি কাপে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশেই রয়ে যান সাবেক প্রোটিয়া ব্যাটার।

ডুমিনির পদত্যাগের কারণে জরুরি ভিত্তিতে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। কারণ, আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রোটিয়াদের পূর্ণাঙ্গ সিরিজ।

দক্ষিণ আফ্রিকা নিজেদের মাটিতে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

উল্লেখ্য, গেল সেপ্টেম্বরে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-২০তে (আইইএলটি২০) শারজাহ ওয়ারিয়র্সের হেড কোচের দায়িত্ব পান ডুমিনি।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।