ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার ‘উগ্র’ আর্জেন্টিনা সমর্থক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৩ মে ২০২৫

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবল। নতুন আয়োজনে এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে বিশ্বের সেরা মোট ৩২টি ক্লাব। বিশ্বকাপের মতোই উম্মাদনা তৈরি হবে এই বিশ্বকাপকে ঘিরে। প্রতিটি দেশ থেকেই ফুটবল দর্শকরা ভিড় জমাবেন যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে।

তবে, আর্জেন্টিনার ১৫ হাজার দর্শক-সমর্থকের সেই উম্মাদনায় যোগ দেওয়ার কোনো সুযোগ নেই। খোদ আর্জেন্টিনা সরকারই তাদের ‘বিশৃঙ্খল’ ও ‘উগ্র’ আখ্যা দিয়ে, একটি তালিকা বুয়েন্স আয়ার্সে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছে।

আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়কমন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে ১৫ হাজার সমর্থকের তালিকা দিয়ে আসেন। যাতে করে ক্লাব বিশ্বকাপ উপলক্ষে এই ১৫ হাজার উগ্র সমর্থক যুক্তরাষ্ট্রের ভিসা পেতে না পারে। এই ১৫ হাজার সমর্থকের যুক্তরাষ্ট্রের ক্লাব বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

জুনের ১৪ তারিখ থেকে শুরু করে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ ফুটবল। যেখানে অংশ নেবে আর্জেন্টিনার দুটি ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেট।

প্যাট্রিসিয়া বুলরিখ যুক্তরাষ্ট্র দূতাবাসে জমা দেওয়া তালিকা সম্পর্কে বলেন, ‘এই তালিকায় ১৫ হাজার জনেরও বেশি মানুষের নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে কোনো অপরাধ করেছে এমন কোনো হিংস্র বা উগ্র ব্যক্তি এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে পারবে না।’

আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় উচ্ছৃঙ্খল ব্যক্তিদের শনাক্তকরণে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই ‘ত্রিবুনা সেগুরা’ পদ্ধতি কাজে লাগিয়ে তালিকাটি প্রণয়ন করা হয়েছে বলে জানান নিরাপত্তা মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এ সরকারের শুরুর থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ‘ত্রিবুনা সেগুরা।’ এর মধ্যে ১ হাজার ১৬৬ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা।”

আর্জেন্টিনা ক্লাব বোকা জুনিয়র্স রয়েছে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি এবং বেনফিকার সঙ্গে ‘সি’ গ্রুপে। রিভার প্লেট খেলবে ‘ই’ গ্রুপে উরওয়া রেড ডায়মন্ডস, মনটারেরি এবং ইন্টার মিলানের সঙ্গে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।