বরিশালের সামনে মাত্র ৭৩ রানে অলআউট ঢাকা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

রাউন্ড রবিন লিগের শেষ মুহূর্তে এসেও প্রতিপক্ষের বোলারদের সামনে খেই হারাতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে। লিগ পর্বে নিজেদের ১১তম ম্যাচ খেলতে নেমে রীতিমত নাকাল হলো ঢাকার ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের বোলারদের সামনে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে গেছে নায়ক শাকিব খানের দল।

দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের জয়ে ঢাকা ক্যাপিটালসের এবারের বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬। বাকি দুই ম্যাচ জিতে ১০ পয়েন্ট অর্জন করলেও তারা সেরা চারে থাকতে পারবে না। ফলে, আগেই বিদায় নিশ্চিত হয়ে থাকলো শাকিব খানের দলের।

অন্যদিকে চিটাগাং কিংসের হারে পয়েন্ট সমান থাকলেও রান রেটে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে এমনিতেই শীর্ষে উঠে গেছে ফরচুন বরিশাল। সুতরাং, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশাল তাদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে শীর্ষে থেকেই।

ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে নিতে পারবে তামিম ইকবালের দল। তবে, ম্যাচটাকে এতটা সহজ করে ফেলবে বোলাররা, তা হয়তো খোদ বরিশালের ক্রিকেটার ও কর্মকর্তারাও ভাবতে পারেননি।

টস জিতেছিলেন তামিম ইকবাল। ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকাকে। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা ছিল ব্যাকফুটে।

বরিশালের দুই স্পিনার তানভির ইসলাম ও মোহাম্মদ নবি এবং এক মিডিয়াম পেসার ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ১৫ রান করেন থিসারা পেরেরা। ১০ রান করেন লিটন দাস ও রনসফর্ড বিটন।

তানভির, নবি এবং ফাহিম আশরাফ- তিনজনই নেন সমান ৩টি করে উইকেট। ১টি নেন জেমস ফুলার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।