মাঠে ঢুকে এমএলএসের ম্যাচ বন্ধ করলো ইঁদুর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ১৩ এপ্রিল ২০২৫

অস্টিন এফসির গোলরক্ষক ব্র্যাড স্টুভারের কীর্তি দেখে ‘হ্যামিলিনের বাঁশিওয়ালা’ নামের বিখ্যাত গল্পের কথা মনে পড়ে যায়। ওই গল্পে বাঁশির সুর কাজে লাগিয়ে জার্মানির হ্যামিলিনের মানুষদের ইঁদুরের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন এক ব্যক্তি।

ঠিক তেমনি আজ রোববার ইঁদুরের কবল থেকে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে নিজেদের ম্যাচটি বাঁচালেন স্টুভার।

হ্যামিলিনের মানুষদের বাঁচাতে বাঁশি ব্যবহার করা হলেও স্টুভার ব্যবহার করেছেন গ্লাভস। বিটি প্লেস স্টেডিয়ামে হঠাৎ মাঠের ভেতর একটি ইঁদুর ঢুকে পড়ে। যে কারণে খেলা বন্ধ হয়ে যায়। সেই ইঁদুরকে গ্লাভস দিয়ে ধরে মাঠের বাইরে নিয়ে যান স্টুভার।

অপ্রত্যাশিত অতিথির মাঠে আগমন ঘটে, যখন ম্যাচের বয়স মাত্র ৭ মিনিট। অস্টিন একটি কর্নার কিক নিতে যাচ্ছিল। হঠাৎ রেফারি খেলা থামিয়ে দেন। ততক্ষণে মাঠের অর্ধেকের কাছাকাছি দৌড়ে চলে আসে ইঁদুরটি।

স্টুভার ইঁদুরটিকে আলতোভাবে তুলে মাঠের পাশে নিয়ে গেলে ১ মিনিট পর ফের খেলা শুরু হয়। ভ্যাঙ্কুভারের সমর্থকরা স্টুভারকে তার এই কীর্তির জন্য জোরালো করতালির মাধ্যমে ধন্যবাদ জানান।

ইঁদুরের বাধায় ম্যাচ এক মিনিট বিঘ্নিত হলেও ভ্যাঙ্কুভারের উড়ন্ত শুরু থামেনি। ২০২৫ মৌসুমের শুরু থেকে এমএলএসে চমকপ্রদ পারফরম্যান্স করে আসা ভ্যাঙ্কুভার এই ম্যাচে পশ্চিমাঞ্চলীয় কনফারেন্সে শীর্ষস্থানে ছিল।

এ ম্যাচে অস্টিনকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ভ্যাঙ্কুভার। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট একাই চার গোল করেন।

ভ্যাঙ্কুভার মহাদেশীয় প্রতিযোগিতায়ও দারুণ পারফর্ম করছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে ভ্যাঙ্কুভার মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল ইন্টার মিয়ামির।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।