ঘরের মাঠে কলম্বিয়াকে হারাতে পারলো না মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ এএম, ১১ জুন ২০২৫
ছবি : এএফপি

বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্টাল স্টেডিয়াম। প্রায় ৮৫ হাজার দর্শক উপস্থিত। টানটান উত্তেজনা। লিওনেল মেসিদের জয় দেখে মাঠ ছাড়তে প্রস্তুত এত বেশি পরিমাণের এই দর্শকরা। কিন্তু হতাশ করলেন মেসিরা। কলম্বিয়ার সঙ্গে কোনোমতে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই পর্বের বাকি ম্যাচগুলো তাদের জন্য নিয়মরক্ষার। তবে, জয়ের ধারা বজায় রাখতে পারা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ।

আগের ম্যাচে চিলির বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ঘরের মাঠে এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে, স্বাগতিক দর্শকদের প্রথমার্ধেই স্তব্ধ করে দেন লিভারপুল তারকা লুইজ দিয়াজ। ২৪তম মিনিটে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন এই তারকা ফুটবলার।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি গিয়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ৭০ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বুট দিয়ে মাথায় লাথি মেরে রক্তাক্ত করে ফেলেন কেভিন কাস্তানোকে। যে অপরাধে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এর একটু পরই (৭৮ মিনিটে) লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তবে ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৮১তম মিনিটে তরুণ তারকা থিয়াগো আলমাদার অসাধারণ এক গোলে সমতায় ফেরে আর্জেন্টনা।

ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে বল কলম্বিয়ার জালে জড়ান তিনি। গোলরক্ষক কেভিন মেরি ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতা নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।