ঢাকায় ঘুরে দাঁড়াতে চান আইজলের কোচ
আর কোনো আশা নেই ভারতীয় ক্লাব আইজল এফসির। হারের হ্যাটট্রিক করে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়াটা নিশ্চিত তাদের। আই লিগের সাবেক চ্যাম্পিয়নদের লক্ষ্য এখন একটা সম্মানজন অবস্থানে থেকে এএফসি কাপটা শেষ করা। বাকি তিন ম্যাচে তাই তারা কিছু পয়েন্ট চায়। সেই পয়েন্ট পেতে হলে তাদের ঘুরে দাঁড়াতে হবে। বের হতে হবে হারের বৃত্ত থেকে। আইজল এফসির কোচ সন্তোষ কেশাপ ঘুরে দাঁড়াতে চান ঢাকায়, ঘরে ফিরতে চান প্রথম জয় নিয়ে।
ঘরের মাঠে যাদের কাছে ৩ গোল হজম করেছে আইজল সেই আবাহনীকে ঢাকায় হারানো কী কঠিন নয়? আইজলের কোচের সহজ উত্তর, ‘কঠিন অবশ্যই। কিন্তু অসম্ভবতো নয়। ফুটবলে যে কোনো ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে। ওদের কাছে আমরা আগের ম্যাচে ৩-০ গোলে হেরেছি। সেটা কিন্তু অতীত। এখন আমরা একটা নতুন ম্যাচ খেলতে নামবো। আমাদের দলটি তারুণ্য নির্ভর। তাদের প্রতি আমার আস্থা আছে।’
এএফসি কাপের গ্রুপ পর্বের ঠিক মাঝপথে দাঁড়িয়ে নতুন করেই যেন শুরু করতে চাইলেন ভারতীয় ক্লাবটির কোচ, ‘এটা সত্যি যে, আমাদের পরের রাউন্ডে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। এখন বাকি ৩ ম্যাচে আমরা মাঠে সেরাটা দিয়ে খেলবো। এ ম্যাচেও। আমি মনে করি, দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ হবে।’
ঘরেই সহজে হেরেছেন সেখানে ঢাকায় এসে আবাহনীকে হারাতে চাইছেন। সেটা কী পারবেন আপনারা? ‘কেনো নয়। যে ম্যাচে হেরেছি সে ম্যাচটির দিকে তাকিয়ে দেখুন। প্রথমার্ধে ৩ গোল খেয়েছি; কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল অন্যরকম। আমরা গোল করতে পারিনি বলে ম্যাচ ফিরতে পারিনি। আমার তরুণ ফুটবলাররা খুবই ভালো খেলেছে’-বলেন আইজলের কোচ।
আরআই/আইএইচএস/জেআইএম