ক্লাবগুলোর যুব ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

শুরু হয়েছিল ২০১৩ সালে। চলেছিল পরের বছরও। কিন্তু দ্বিতীয় আসর হওয়ার পর আর ঘোরেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যুব ফুটবলের চাকা। প্রায় সাড়ে ৩ বছর ফাইলবন্দী থাকার পর অবশেষে আবার শুরু হচ্ছে যুবাদের এ টুর্নামেন্ট। সর্বশেষ আসরের মতো এবারও টুর্নামেন্ট হচ্ছে অনূর্ধ্ব-১৮ বয়সের খেলোয়াড় নিয়ে। এবার প্রিমিয়ার লিগের সব ক্লাবই অংশ নিচ্ছে। যুব ফুটবলের তৃতীয় আসর মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

ফিফার নির্দেশনা, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বয়সভিত্তিক দল থাকতে হবে। লিগও খেলতে হবে। শুধু নির্দেশনাই নয়, এ জন্য অর্থের যোগানও দিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। এই যেমন, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের জন্য ফিফা দেবে ৪০ হাজার মার্কিন ডলার।

ফিফার নির্দেশনা অবশ্য পুরোপুরি মানছে না বাফুফে। লিগ করার জন্য ফিফা অর্থ দিলেও বাফুফে করছে টুর্নামেন্ট। তাতে কোনো কোনো দল মাত্র দুটি ম্যাচ খেলেই বিদায় নেবে। ফাইনালে ওঠা দুই দল পাবে সর্বোচ্চ ৫ ম্যাচ খেলার সুযোগ। বোঝাই যাচ্ছে এটা আয়োজনের জন্যই আয়োজন করছে বাফুফে।

টুর্নামেন্টের গ্রুপিং হয়েছে আগেই। ফিকশ্চারও চূড়ান্ত। তবে বুধবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটি ঘটা করে উন্মোচন করলো টুর্নামেন্টের লোগো। অংশগ্রহণকারী ক্লাবগুলোর কোচ, ম্যানেজার কিংবা প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তারা নিজেদের দল গঠন, প্রস্তুতি, প্রত্যাশা ও সম্ভাবনার কথা জানিয়েছেন।

যুব ফুটবলটা যে ক্লাবগুলোর উপর বোঝা, তাও বেরিয়ে আসলো কোনো কোনো ক্লাব কর্মকর্তাদের মুখ থেকে। আবার কেউ কেউ এভাবে টুর্নামেন্ট আয়োজন না করে লিগের উপর জোর দিলেন। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী প্রতিশ্রুতি দিয়েছেন আগামী মৌসুম থেকে লিগই করা হবে। আর সেটা হবে নিয়মিত, কোনো ছন্দপতন হবে না।

বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সোয়া ৩টায় প্রথম ম্যাচ খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও সাইফ স্পোর্টিং ক্লাব। সাড়ে ৫টায় মুখোমুখি হবে আবাহনী ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন মোহামেডান মাঠে নামবে ২৭ এপ্রিল। তাদের প্রথম প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।

টুর্নামেন্টের দলগুলো
‘এ’ গ্রুপ : ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব।
‘বি’ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ এমএফএস, বিজেএমসি।
‘সি’ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ, মোহামেডান।
‘ডি’ গ্রুপ : আবাহনী, মুক্তিযোদ্ধা ও ফরাশগঞ্জ।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।