অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিলেন ফুটবলার সোহেল রানা
করোনাভাইরাসে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিদিন দুপুরে ৩০০ জন অসহায় মানুষকে রান্না করা যে খাবার দিচ্ছে সে উদ্যোগে সম্পৃক্ত হয়েছিলেন জাতীয় দল ও আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। একদিন দুপুরে ৩০০ প্যাকেট খাওয়া সরবরাহ করেছিলেন চাঁদপুরের এ ফুটবলার।
আবারও তিনি দিনমজুর ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসলেন। এবার রান্না করা খাবার নয়, সোহেল রানা গরীব মানুষের মধ্যে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। প্রতিজনকে তিনি প্রদান করেছেন চাল, ডাল, তেল, লবন ও সাবান। বুধবার ধানমন্ডি আবাহনী ক্লাবের পাশে এবং তার জন্মস্থান আরামবাগে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় দলের কৃতি মিডফিল্ডার।
‘আমি নিজের থেকে যা পেরেছি অসহায় মানুষকে দিয়েছি। আশা করবো যাদের সামর্থ্য আছে তারা খেটেখাওয়া দিনমজুরদের এই দুর্দিনে এগিয়ে আসে। যে যার অবস্থান থেকে এগিয়ে এলে আমাদের কোনো মানুষই না খেয়ে কষ্ট করবেন না’-বলেছেন সোহেল রানা।
এদিকে একবেলা খাবার প্রদানের চৌদ্দতম দিনে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন মতিঝিলস্থ বাফুফে ভবনের সামনে অসহায় মানুষদের মাঝে ৩০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে।
আরআই/আইএইচএস/