করোনা মোকাবিলায় ন্যু ক্যাম্পের স্বত্ব বিক্রি করছে বার্সেলোনা
ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের স্বত্ব বিক্রি করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। করোনাযুদ্ধে দান করার জন্য আগামী ১ বছরের জন্য এর স্বত্ব বিক্রি করবে বার্সা।
১৯৫৭ সালে কাতালানে এই স্টেডিয়াম স্থাপনের পর থেকে কখনও ‘ন্যু ক্যাম্প’ নামের আগে পরে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম বসেনি। কিন্তু এখন জরুরি অবস্থা চলে আসায় অসহায়দের সাহায্যের জন্যই স্পন্সরশিপ বিক্রি করতে রাজি হয়েছে বার্সা কর্তৃপক্ষ।
ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টেডিয়ামের স্বত্ব বিক্রি থেকে পাওয়া রাজস্বের পুরোটাই খরচ করা হবে ফান্ড রিসার্চ প্রজেক্ট এবং বিশ্বব্যাপী মহামারীর বিপক্ষে চলমান যুদ্ধে।’
‘ফুটবল ক্লাব বার্সেলোনা এবং বার্সা ফাউন্ডেশন এটিকে প্রয়োজন হিসেবেই গণ্য করছে। যেহেতু এখন মানবতার পাশে দাঁড়ানোই মূল কর্তব্য। এ লড়াইয়ে জেতার জন্য নিজেদের সবকিছুই ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বার্সেলোনা।’
করোনার আঘাতে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। বিশ্বে এখনও পর্যন্ত মাত্র চারটি দেশে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে। তার মধ্যে একটি স্পেন। দেশটিতে এখনও পর্যন্ত করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা ২১ হাজার ২৮২ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি।
এসএএস/জেআইএম