সাফের আগে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন সাবিনারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৫ আগস্ট ২০২২

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নারী ফুটবল দলের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগও করেছিল বাফুফে। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়েছে। সব কিছু ঠিক থাকলে মধ্যপ্রাচ্যের দেশটি দুটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে।

কবে হবে ম্যাচ দুটি? বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাদের এখানে এসে দুটি ম্যাচ খেলতে মৌখিকভাবে সম্মতি দিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে।’

দুটি ম্যাচই ঢাকাতেই হবে। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করবো ম্যাচ দুটি বসুন্ধরা কিংস এরেনায় আয়োজনের। না হলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।’

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশীয় এই টুর্নামেন্ট খেলতে জাতীয় নারী ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা রয়েছে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।