দেশে পৌঁছালেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৭ মার্চ ২০২৫

অবশেষে দেশের মাটি স্পর্শ করলেন আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার। সেখানে আনুষ্ঠানিকতা সেরে সড়ক পথে বিকেল নাগাদ গিয়ে পৌঁছাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।

হামজা চৌধুরী একা দেশে আসেননি। সঙ্গে রয়েছে তার পরিবারের সদস্যরাও। রোববার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিডসের বিপক্ষে খেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা চৌধুরী।

২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর।

বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আগামী ১৮ মার্চ দেশে ফিরে আসবে। একই দিনে রাত ৯টার দিকে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। পরদিন সকালে দলের সঙ্গে ভারতের শিলং যাবেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।