চেলসি ডিফেন্ডার

‘চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে বড় টুর্নামেন্ট হবে ক্লাব বিশ্বকাপ’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৫ জুলাই ২০২৫

প্রিমিয়ার লিগ কোনোমতে চার নম্বরে থেকে শেষ করা চেলসি ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিতবে, টুর্নামেন্ট শুরুর আগে হয়তো অনেকেই বিশ্বাস করেননি। তবে চেলসি মাঠের ফুটবলে সব ধারণা উল্টে দিয়েছে।

রোববার নিউ জার্সিতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় চেলসি। ম্যাচে দুই গোল করেন কোল পামার এবং নতুন সাইনিং জোয়াও পেদ্রো একটি গোল করে এনজো মারেস্কার দলের ট্রফি নিশ্চিত করেন।

চেলসির ডিফেন্ডার লেভি কলউইল মনে করছেন, ক্লাব বিশ্বকাপ জয়ের পর তাদের দল এখন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্যও প্রস্তুত।

কলউইল বলেন, ‘আমি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলাম আমাদের লক্ষ্য এটি (ক্লাব ওয়ার্ল্ড কাপ) জেতা। তখন সবাই আমাকে পাগল মনে করেছিল। তাই আমি এখন ঠিক একই কথা বলছি, আমাদের লক্ষ্য এবার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা।’

যুক্তরাষ্ট্রে আয়োজিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপে কম দর্শক উপস্থিতি, কঠিন আবহাওয়া এবং বড় দলের অংশগ্রহণ নিয়ে বেশ আলোচনা ছিল। তবে চেলসি ডিফেন্ডার মনে করেন, ক্লাব বিশ্বকাপ ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে বড় টুর্নামেন্ট হবে।

কলউইল বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফি। আমি মনে করি, ক্লাব বিশ্বকাপ একসময় চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হবে এবং আমরাই প্রথম দল যারা এটি জিতেছে।’

কলউইল মনে করেন, এখন চেলসিতে এমন খেলোয়াড়রা আছে যারা নিয়মিতভাবে ট্রফি জিততে সক্ষম। তার ভাষায়, ‘আমরা একটা দল এবং এটা চেলসির পরিচয়; সবসময় একসাথে থাকা। আমি মনে করি জন টেরি, ফ্র্যাংক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা এই ধারা শুরু করেছিলেন এবং আমরা সেটিই ধরে রেখেছি।’

‘তারা ছিলেন অসাধারণ খেলোয়াড়, যারা অনেক কিছু জিতেছেন। আর এখন আমাদের দলে সেরা খেলোয়াড়রা আছে। তারা হয়তো তরুণ, কিন্তু আমাদের লক্ষ্য চেলসির জন্য সবচেয়ে বড় ট্রফিগুলো জেতা।’

চেলসি ডিফেন্ডার বড় গলায় এটাও বললেন, ‘আমরা অবশ্যই (বড় ট্রফিগুলো জেতার) সামর্থ্য রাখি। আমি মনে করি আমরা সেটা দেখিয়েছি। সবাই বলছিল পিএসজি বিশ্বের সেরা দল, কিন্তু আমরা তাদের ৩-০ গোলে হারিয়েছি।’

চেলসি আগামী ১৭ আগস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।