ত্রিদেশীয় সিরিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের যুবাদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৭ জুলাই ২০২৫

শ্বাসরুদ্ধকর এক জয় দিয়ে জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।

হারারেতে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে আগে ব্যাট করে ৩৪.৪ ওভারে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে দলীয় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত জয় নিয়েই ফেরে বাংলাদেশ।

বাংলাদেশের এই জয়ের কৃতিত্ব দিতে হয় শেষ উইকেটে স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ২০ রানের জুটি করা সামিউন বশিরকে। বশির একাই দলকে টেনে নিয়েছেন। স্বাধীন শুধু অপরপ্রান্তে দাঁড়িয়েছিলেন, কোনো বল খেলেননি। এক প্রান্তে দাঁড়িয়ে কঠিন লড়াই করে বাংলাদেশকে জিতিয়েছেন বশির, যা দেশের ক্রিকেটভক্তদের চমকই বটে।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন আল ফাহাদ। ১০ ওভার বোলিং করে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন সামিউন বশির ও স্বাধীন ইসলাম।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮ বলে ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস ৩৮ বলে ২৬ ও দানিয়েল বসম্যান ৩৫ বলে ২৪ রান করেন।

বাংলাদেশের হয়ে হার না মানা ৪৫ রানের (৩৯ বল) ম্যাচ জেতানো ইনিংস খেলেন সামিউন বশির। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০ রান করেন।

ত্রিদেশীয় সিরিজের অন্য প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে বাংলাদেশ।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।