শেখ জামালের সভাপতির পদ ছাড়ছেন মনজুর কাদের


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৭ মার্চ ২০১৭

নেতৃত্বে পরিবর্তন আসছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। দীর্ঘ ৯ বছর ক্লাবের সভাপতির দায়িত্বে থাকা মনজুর কাদের সরে দাঁড়াচ্ছেন। ক্লাবটির নতুন সভাপতি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের অন্যতম কর্ণধার সাফওয়ান সোবহান। বুধবার সকালে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। যেখানে নতুন কমিটি পাবে ক্লাবটি।

সভাপতির পদ ছাড়লেও ক্লাবটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন মনজুর কাদের। ‘আমি তো থাকছিই ক্লাবে। সম্ভবত গভর্নিং বডির চেয়ারম্যান হচ্ছি। আসলে নেতৃত্বে পরিবর্তন দরকার। একজন কতোদিনই বা একই পদে থাকবেন? ৯ বছরে ক্লাবকে ১৯ থেকে ২০ টা ট্রফি দিয়েছি। এ ক্লাবতো আমার হাতেই গড়া। আমার অর্জনগুলোর মধ্যে সবচেয়ে বড় আইএফএ শীল্ডে রানার্সআপ হওয়া। আমার প্রত্যাশা ক্লাবটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে’- বলেছেন মনজুর কাদের।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।