জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাত উইকেটে জয়ী শেরপুর


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২০ এপ্রিল ২০১৭

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে হবিগঞ্জ জেলা দলকে সাত ইউকেটে হারিয়েছে শেরপুর জেলা দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে এ জয়লাভ করে শেরপুর।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪৭ দশমকি ১ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় হবিগঞ্জ। শেরপুরের স্পিনার রাকিবুল আতিক ৩০ রানে ৫ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ৩১ দশমিক ৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩০ রান তুলে নেয়। ফলে ৩৭মত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটের জয় তুলে নেয় শেরপুর।

শেরপুরের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান অপরাজিত থেকে সিয়াম ৫০ এবং আরহাম ৪৮ রান তুলে নেন। মূলত তাদের নৈপুন্য ব্যাটিংয়ে সাত উইকেটের বিশাল জয় তুলে নেয় শেরপুর।

শেরপুর জেলা দল জয়লাভ করায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত শেরপুর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, সকালে খেলা শুরুর আগে বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির সভাপতি নাজমুল ইসলাম টিংকু মৃত্যেু তার সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া উভয় দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যাজ ধারণ করেন।

সংক্ষিপ্ত স্কোর

হবিগঞ্জ জেলা - ১২৫/১০, ৪৭.১ ওভার (সোহান ৩২, সাইদুর ২২ অতি: ৯, রাকিবুল আতিক ৫/৩০, সিয়াম ২/১৬)।

শেরপুর জেলা -১৩০/৩, ২১.৩ ওভার (সিয়াম ৫০, আরহাম ৪৮, অতি: ৮, লিটন ১/১৬)। শেরপুর জেলা ৭ উইকেটে জয়ী।

হাকিম বাবুল/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।