বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ১১
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে শিশুসহ ১১ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে বেনাপোলের গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের যশোর জেলা আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন, খুলনার দৌলতপুর এলাকার আসাদুল ইসলামের স্ত্রী মুক্তা খাতুন (৩০), একই এলাকার রাজু আহমেদের স্ত্রী হীরা বেগম (২৭), শিশু সনিয়া (৪), জামাল উদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৯), শামসুল হকের মেয়ে শামসুন্নাহার (২৭), আক্তারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (২৫), চট্রগ্রামের সন্দীপ থানার বাউরিয়া গ্রামের আহম্মেদ মিয়ার ছেলে নাসির উদ্দিন (৪৫), তার স্ত্রী রেহেনা খাতুন (৩৫), শিশু সনিয়া (১০), সানিয়া (৮) ও রাহাত (৫)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটকরা ভারতে গিয়ে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। সেখান থেকে তারা দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হয়। পরে বিজিবি তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। শনিবার দুপুরে আটকদের যশোর জেলা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জামাল হোসেন/এআরএ/আরআই