পারলো না বাংলাদেশ, চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

স্বপ্নপূরণ হলো না। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুর্কমেনিস্তানের কাছে হেরে গেলো বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান।

২০১৬ সালে যে কিরগিজস্তানকে ফাইনালে হারিয়ে ভলিবলে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছিল বাংলাদেশ, বুধবার সেই দলটিকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে নাম লেখায় লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালে পরশি দেশ তুর্কমেনিস্তানকে হারাতে পারলেই আনন্দে ভাসতে পারতো তারা। সেটা আর হলো না।

অথচ শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম সেটে এক পর্যায়ে ১১-১৫ পয়েন্টে পিছিয়ে পড়লেও শেষদিকে দুর্দান্ত খেলে ২৬-২৪ পয়েন্টে সেট জিতে নেয় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় সেটে তাদের ২৫-২০ পয়েন্টে হারিয়ে ১-১ এ সমতা আনে তুর্কমেনিস্তান। তৃতীয় সেটে পিছিয়েই পড়ে বাংলাদেশ। ২৫-২১ পয়েন্টে জিতে ২-১'এ এগিয়ে যায় তুর্কমেনিস্তান। চতুর্থ সেটেও তাদের দাপটটা অব্যাহত ছিল। বাংলাদেশকে ২৫-১৭ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে দলটি।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।