যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে ভোলায় ভলিবল টুর্নামেন্ট

যুব সমাজকে মাদকসহ সকল অপরাধমুক্ত রাখতে ভোলার লালমোহনে বলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনালে ধলীগৌরনগর ইউনিয়ন ও ওয়েস্টার্ন পাড়া অংশগ্রহণ করে। এতে ওয়েস্টার্ন পাড়া জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ ও যুব সমাজকে সকল প্রকার অপরাধমুক্ত রাখার লক্ষ্যে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভলিবল খেলার আয়োজন করেছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে খেলাধুলার ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের কিশোর-যুবকদের অপরাধমুক্ত রাখতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নবীন প্রমূখ।
জুয়েল সাহা বিকাশ/এসএএস/জিকেএস