বিশ্বকাপ আরচারিতে রোমানকে ছাপিয়ে গেলেন রুবেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে হতাশ করলেন বাংলাদেশের আরচাররা। যার ওপর ছিলো সবচেয়ে বেশি প্রত্যাশা, সেই রোমান সানা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। তবে পুরুষ এককের অন্য দুজন রামকৃষ্ণ সাহা ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল প্রথম রাউন্ডের বাধা টপকেছেন।

অন্যদিকে নারী এককে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী বিউটি রায়ও বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই। শুক্রবার স্লোভাকিয়ার ডেনিসা বারানকোভার বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে হেরে প্রথম রাউন্ডেই থেমে গেছে বিউটি রায়ের যাত্রা।

পুরুষ এককে রোমান সানাকে ছাপিয়ে গেছেন রামকৃষ্ণ ও রুবেল। দুজনই প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন। এদের মধ্যে রামকৃষ্ণ তৃতীয় রাউন্ডে যেতে পারেননি। তবে রুবেল দ্বিতীয় রাউন্ডে জিতে তৃতীয় রাউন্ডে গেলেও, কোয়ার্টারের টিকিট নিজে করে নিতে ব্যর্থ হয়েছেন।

jagonews24

কোয়ালিফিকেশন রাউন্ডে ৪৬তম হওয়ায় রোমানের সামনে প্রথম রাউন্ডেই পড়েছিল কঠিন প্রতিপক্ষ। যার বিরুদ্ধে কোনো সেটই জিততে পারেননি তিনি। ইতালির ফ্রেডরিখ মুসোলেসি ৬-০ সেট পয়েন্টে ম্যাচ জিতে বিদায়ঘণ্টা বাজিয়েছেন দেশসেরা আর্চারের।

কোয়ালিফিকেশনে ২৭তম হওয়া রামকৃষ্ণের প্রতিপক্ষ ছিলো ৮৬তম হওয়া পর্তুগালের লুইস গনসালভেস। প্রথম রাউন্ডের ম্যাচটি ৬-২ সেট পয়েন্টে জেতেন রামকৃষ্ণ। কিন্তু পরের রাউন্ডে লুইস আলভারেজের কাছে হেরে যান ৪-৬ সেট পয়েন্টে।

তবে চমকই দেখিয়েছেন কোয়ালিফিকেশন রাউন্ডে ৫০তম হওয়া হাকিম আহমেদ রুবেল। তিনি প্রথম রাউন্ডে ৬-৪ সেট পয়েন্টে হারান চেক প্রজাতন্ত্রের মিশেল হ্লাহুলেককে। পরে দ্বিতীয় রাউন্ডে রিকার্ডো সোটোর বিপক্ষে জেতেন ৭-৩ পয়েন্টে।

কিন্তু শেষ ষোলোতে গিয়ে আর পারেননি তিনি। সেখানে হেরে যান স্টিভ উইজলারের কাছে, ৪-৬ সেট পয়েন্টে।

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।