প্রিয় ইভেন্টের ফাইনালে রোমান সানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৯ মে ২০২২
ফাইল ছবি

ইরাকে এশিয়া কাপ স্টেজ-২ টুর্নামেন্টে নিজের প্রিয় রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে গেছেন বাংলাদেশের তারকা আরচার রোমান সানা।

সোমবার উজবেকিস্তানের সাদিকব আমির খানকে ৬-০ সেটে হারিয়ে স্বর্ণের লড়াইয়ে নাম লিখিয়েছেন দেশসেরা এ আরচার। ফাইনালে তার প্রতিপক্ষ ভারতের চৌহান মৃনাল।

আগের দিন তিন ইভেন্টের ফাইনালে উঠে বাংলাদেশের আরচাররা তিনটি পদক নিশ্চিত করেছিলেন। রোমান সানা তার প্রিয় রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠায় এখন পর্যন্ত বাংলাদেশের সামনে চারটি স্বর্ণের হাতছানি।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে রোমান সানা লড়েছিলেন নিজ দেশের প্রতিযোগী হাকিম আহমেদ রুবেলের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে জিতেছিলেন ৬-২ সেট পয়েন্টে।

রোববার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমে রুবেল ও আবদুর রহমান আলিফ ফাইনালে উঠেছেন ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে।

রিকার্ভ দলগত নারী ইভেন্টে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় সেমিফাইনালে ৫-১ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারিয়ে সোনার লড়াইয়ে উঠেছেন।

কমপাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন আশিকুজ্জামান, মিঠু রহমান ও নওয়াজ আহমেদ। তারা সেমিফাইনালে ২৩১-২২৮ পয়েন্টে হারিয়েছেন কাজাখস্তানকে।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।