এবার রোমান-দিয়াদের মিশন কোরিয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৪ মে ২০২২

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ থেকে স্বর্ণ ছাড়া ফিরে বাংলাদেশ আরচারি দল আরেকটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়।

দেশটির গুয়াংজু শহরে সোমবার থেকে শুরু হবে আরচারি ওয়ার্ল্ডকাপ স্টেজ-২। এই টুর্নামেন্টে অংশ নেবেন রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী।

৬ সদস্যের আরচারি দলের ম্যানেজার হিসেবে থাকছেন মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ। কোচ মার্টিন ফ্রেডরিক। রোববার দুপুর ২টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল।

ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মিশ্র দলগত এবং রিকার্ভ মহিলা একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা ১৭ মে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।