চট্টগ্রামে ব্যবসায়ীর সাত বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

কৃষি ব্যাংক থেকে পৌনে এককোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার দায়ে কাজী ফরহাদ হোসেন নামের এক ব্যবসায়ীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ সাজা ঘোষণা করেন।
সেই সঙ্গে আদালত তাকে ঋণ নেয়া পৌনে এক কোটি টাকা জরিমানাও করেন আদালত।
 
জানা গেছে, কাজী ফরহাদ হোসেন নগরীর আগ্রাবাদ এলাকার সোলার সিন্ডিকেট নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী (পিপি) মাহমুদুল হক বলেন, ১৯৮৯ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে কয়েক দফায় প্রতিষ্ঠানের নামে কৃষি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে মোট ৭৫ লাখ টাকা ঋণ নেন ফরহাদ। সেই ঋণ পরিশোধ না করার অভিযোগে করা মামলা প্রমাণিত হওয়ায় তাকে দু’টি পৃথক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

জীবন মুছা/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।