বিশ্বকাপ খেলতে সরকারের কাছে পিসিবির অনুমতি প্রার্থনা
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কি পাকিস্তান খেলবে? এখনও ক্রিকেটাকাশে অনিশ্চয়তার কালোমেঘ। ইতিমধ্যেই খবর বেরিয়ে গেছে যে, পাকিস্তান ভারতে গিয়ে নাও খেলতে পারে। তবে, বিষয়টা এখন পুরোপুরি নির্ভর করছে পাকিস্তান সরকারের ওপর। কারণ, বলটা পুরোপুরি সরকারের কোর্টে ঠেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিসি)। বোর্ডটির চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তারা এ বিষয়ে জানতে পেরেছে যে, ভারতে গিয়ে খেলার জন্য ইতিমধ্যে পাকিস্তান সরকারের কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে, এ ক্ষেত্রে আবার একটা অপশনও খোলা রেখেছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
তিনি জানিয়েছেন, কোন কারণে যদি পাকিস্তান সরকার তাদেরকে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, তাহলে তারা আইসিসির কাছে আবেদন করবে, তাদের ম্যাচগুলো যাতে নিরপেক্ষ কোন ভেন্যুতে আয়োজন করা হয়। শাহরিয়ার খান বলেন, `আমরা আইসিসির কাছে আমাদের সরকারের অবস্থান তুলে ধরব। কারণ, বিশ্বকাপে খেলার জন্য যাওয়ার সিদ্ধান্তের বিষয়টা শুধুমাত্র আমাদের ওপরই নির্ভরশীল নয়।`
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, `আমাদের জানা প্রয়োজন, শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে কোন নিরাপত্তা হুমকি রয়েছে কি না। যেটা নিয়ে আমরা আগে থেকে সতর্ক হতে পারি। তাহলেই শুধুমাত্র সরকারের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। এটা সাধারণ কোন হুমকি নয়। যেমনটা হয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ক্ষেত্রে। তারপরও তো অস্ট্রেলিয়া তাদের যুব দলকে বাংলাদেশে চলমান অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পাঠায়নি।`
এখনই পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিচ্ছে কি না, জানতে চাইলে শাহরিয়ার খান বলেন, `আমরা এখনই বলছি না কিংবা প্রস্তাব দিচ্ছি না যে, নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচগুলো সরিয়ে নিতে হবে। তবে আইসিসি বৈঠকে কেউ একজন বলেছিল, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের ম্যাচ নিয়ে চরমপন্থী কোন গ্রুপের পক্ষ থেকে নিরাপত্তা হুমকি আসে, তাহলে ওই ম্যাচগুলো নিরপেক্ষ কোন ভেন্যুতে সরিয়ে নেয়া হবে কি না।`
শাহরিয়ার খান আরও বলেন, `যত কিছুই হোক, এটা আইসিসির একটা ইভেন্ট। কোন দ্বিপাক্ষিক সিরিজ নয়। আমরা এই টুর্নামেন্টে খেলতে চাই। কিন্তু আমাদের সরকার যদি এই টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে কোন নেতিবাচক সিদ্ধান্ত দিয়ে দেয়, তখন আর আমাদের করার কিছু থাকবে না। তখন আমরা আইসিসির কাছে আমাদের ম্যাচগুলো কোন নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন করবো। সেটা হতে পারে শ্রীলংকা কিংবা আরব আমিরাতের যে কোন স্টেডিয়ামে। যেখানেই হোক, আমরা সেখানে গিয়ে খেলতে রাজি।`
আইএইচএস/এবিএস