ইংল্যান্ড দলে চমক লিয়াম ডসন


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাতেই চমক দেখালো  ইংল্যান্ড। এখনও জাতীয় দলের ক্যাপ মাথায় ওঠেনি এমন এক ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। লিয়াম ডসন। ভারতের কন্ডিশন বিবেচনায় হ্যাম্পশায়ারের এই স্পিনারকে নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

২৫ বছর বয়সী ডসন ইংল্যান্ড `এ` দলের হয়ে আরব আমিরাতে পাকিস্তান `এ` দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। যে কারণে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে যদিও তিনি অন্তর্ভূক্ত হতে পারেননি। সাইড স্ট্রেইনে ইনজুরির কারণে, দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন স্টিভেন ফিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে তাকেও।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের যে দলটি খেলেছে সেখান থেকে এবার রাখা হয়েছে মোট ৭জনকে। অধিনায়কের দায়িত্ব যাথারীতি ইয়ন মরগ্যানের ঘাড়ে। যিনি আবার ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য। দক্ষিণ আফ্রিকার র্যাম স্লাম টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও কেভিন পিটারসেনকে বিবেচনাতেই আনেনি ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দল
ইয়ন মরগ্যান (অধিনায়ক), আলেক্স হেলস, জেসন রয়, জো রুট, জেমস ভিন্স, জস বাটলার, স্যাম বিলিংস, বেন স্টোকস, মঈন আলি, লিয়াম ডসন, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রিস টপলি, স্টিভেন ফিন।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।