নবম ফেয়ার প্লে কাপ শিরোপা ইউল্যাবের


প্রকাশিত: ০৫:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে নবম ফেয়ার প্লে কাপ ২০১৬-এর ফাইনালে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (জিইউবি) ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইউল্যাব। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৬৭ রান করে জিইউবি। জিইউবির পক্ষে ২৩ বল খেলে ব্যক্তিগত ১৪ রান করেন নাহিদ। অন্যদিকে প্রতিপক্ষ ইউল্যাবের আসিফ ২.৩ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেয়।

জবাবে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করে স্বাগতিক ইউল্যাব। ইউল্যাবের হয়ে ৩৫ বল খেলে সর্বোচ্চ ৩২ রান করেন অভিক। এছাড়া জেইউবির যোবায়ের ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলে নেয় ইউল্যাবের ইমরান।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন। ইউল্যাবের দলপতি মো. হাসানুজ্জামান টুর্নামেন্টে ১৫২ রান এবং ১টি হ্যাট্রিকসহ মোট ৬টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতে।

এছাড়া ইউল্যাবের সাবিথ টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার, জিইউবির নাজমুল ৯টি উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার এবং ইউল্যাবের অভিক ১৯২ রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার লেফটেনেন্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের উপদেষ্টা জুডিথা ওলমাখার।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।