আবারও ব্যর্থ উদ্বোধনী জুটি


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরু থেকেই দারুণভাবে ব্যর্থ হয়ে আসছিল বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি। গ্রুপপর্ব ও কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পরও সেই একই সমস্যা রয়ে গেল বাংলাদেশ দলের। এদিনও ১০ রানেই ভেঙ্গে গেছে উদ্বোধনী জুটি।

সাধারণ বলের তুলনায় জোরে ছোড়া বল একটু বেশি ভালো খেলে বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা প্রকাশ করেছিলেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেমিফাইনালের ম্যাচেও শুরুতেই ভেঙ্গে পড়লো উদ্বোধনী জুটি।

উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ ১০ বল মোকাবেলা করে কন রান না করেই ফিরে গেছেন হোল্ডারের বলে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ফিরেছেন ১৬ বলে ১০ রান করে। টুর্নামেন্টের শুরু থেকে তুমুল আলোচনায় থাকা জোসেফের বলে আউট হন তিনি।

এবারের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৩০ রানের জুটি গড়তে পেরেছিল বাংলাদেশ। স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ১ রান ও কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ১৭ রানের জুটি গড়ে বাংলাদেশের দুই ওপেনার।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।