১২ বছর নিষিদ্ধ ফিফার সাধারণ সম্পাদক


প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

দুর্নীতির দায়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সাবেক সাধারণ সম্পাদক জেরোমে ভালকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর এ সময়ে ফুটবল সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না সাবেক এই কর্মকর্তা।

এর আগে বিশ্বকাপ ফুটবলে টিকিট দুর্নীতির অভিযোগে ফিফা মহাসচিব জেরোম ভালকে’কে সময়িক বরখাস্ত করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নয় বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছিল। আর মাস না গড়াতেই বিবৃতি দিয়ে ১২ বছরের জন্য তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিলো ফিফা।

উল্লেখ্য, ভালকে ২০০৭ সাল থেকে তিনি ফিফার মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।