শেষ দিনে বল হাতে সেরা মিরাজ


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

১২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৬০ রান। বাংলাদশের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ১০ ওভার বল করে ২৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কা। দুই ওপেনার কামিন্ডু মেন্ডিস ও সালিন্ডু উশান পেরেইরা প্রথম পাওয়ার প্লেতে ৫৩ রান করে রীতিমত চোখ রাঙাচ্ছিলেন। কিন্তু ১২তম ওভারের শেষ বলে পেরেইরাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে দলকে উল্লাসে ভাসান মিরাজ। পরের ওভারেই মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

১৮তম ওভারে আভিস্কা ফের্নান্ডোকে উইকেটরক্ষক জাকের আলীর কেচে পরিণত করে শ্রীলঙ্কাকে চেপে ধরেন মিরাজ। এরপর সাইফুদ্দিন ও আব্দুল হালিমের জোড়া আঘাতে শেষপর্যন্ত ২১৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এদিনের তিন উইকেটে ৬ ম্যাচে মোট ১২টি উইকেট নিয়ে সেরা পাঁচে উঠে এলেন মিরাজ। তবে তার সতীর্থ শাওন গাজীও সমান সংখ্যক উইকেট নিয়ে তার সঙ্গেই অবস্থান করছেন। আর ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তাদের উপরে আছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।