খেলছেন সাকিব-মুশফিক, সংগ্রহ ১২৬


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

টানা দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের একাদশে অন্তর্ভূক্ত হলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পান তিনি। ওই ম্যাচে ১০ রানে অপরাজিত ছিলেন তিনি। নিজের দ্বিতীয় ম্যাচে এসে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নেমে অবশ্য সাকিব এবং মুশফিক- দু’জনকেই এক সঙ্গে একাদশে রাখলো করাচি কিংস।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন করাচির অধিনায়ক শোয়েব মালিক। নুমান আনোয়ারকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন শোয়েব মালিক নিজে। তবে ১৬ রানের মাথায় ভেঙে যায় এই জুটি। আউট হয়ে যান নুমান আনোয়ার। শোয়েব মালিকই সর্বোচ্চ ৪৫ রান করেন। ২৩ রান করেন জেমস ভিন্স। সাকিব আল হাসান আউট হয়ে যান মাত্র ১০ রান করে। গত ম্যাচে দুর্দান্ত ব্যাট করা রবি বোপারা আউট হন মাত্র ১৪ রান করে। মুশফিক করেন মাত্র ৬ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করাচি কিংসের সংগ্রহ দাঁড়িয়েছে ১২৬ রান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্র্যান্ট ইলিয়ট। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে করাচি কিংস। আর ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।