সিরিজ জয়ের লক্ষ্যে মুখোমুখি ভারত-শ্রীলংকা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম ম্যাচে গো-হারা হারের পর টনক নড়ে ভারতের। যে কারণে দ্বিতীয় ম্যাচটিকে তারা বানিয়ে নিয়েছিল জীবন-মরণ সমস্যায়। শেষ পর্যন্ত রাঁচিতে ধোনির ঘরের মাছে সিরিজ ১-১ করে নেয় ভারত। এবার তাদের লক্ষ্য সিরিজ জয়। সে লক্ষ্যেই আজ বিশাখাপত্তমে আবার শ্রীলংকার মুখোমুখি হচ্ছে ধোনি অ্যান্ড কোং।

প্রথম ম্যাচে তারকাহীন শ্রীলঙ্কার দলের কাছে যে ধাক্কাটা খেতে হয়েছিল তারপর দ্বিতীয় ম্যাচে জয়ে ফেরার রাস্তা খোঁজা ছাড়া আর কিছুই ভাবতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। এমন অবস্থায় রাঁচি থেকে জিতে সিরিজে সমতায় ফিরেই বিশাখাপত্তনমে সিরিজ জয়ের কথা ভাবতে শুরু করেছেন যুবরাজ, রায়নারা। এশিয়া কাপের আগে এই সিরিজ জয় ভারতের আত্মবিশ্বাস বাড়াবে। পুণের সবুজ পিচ থেকে রাঁচির স্লো পিচ। হারের পরে জয়ে ফেরা। সব কিছুকেই অতীত ধরে নিয়েই তৃতীয় ও শেষ ম্যাচের জন্য কৌশল তৈরি করছে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচের ছন্নছাড়া ক্রিকেটকে দ্বিতীয় ম্যাচে গুছিয়ে নিয়ে তৃতীয় ম্যাচে বাজিমাত করতে প্রস্তুত টিম ধোনি। এর মধ্যেই সুখবর রানে ফিরেছেন শিখর ধাওয়ান। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দারুণ শুরুটাই ভারতকে দ্বিতীয় ম্যাচে জয়ের রাস্তা দেখিয়েছে। দুই ওপেনারের দৌলতে ভিত তৈরি হয়ে যাওয়ায় ব্যাটিং অর্ডারেও পরীক্ষা-নিরিক্ষা করতে পেরেছিলেন ধোনি। যুবরাজ সিংহর আগে হার্দিক পাণ্ডেকে এনে সাফল্যও পেয়েছে দল। অস্ট্রেলিয়ায় সুযোগ পাননি হার্দিক। রাঁচিতে প্রথম সুযোগেই প্রমাণ করেছেন তিনি। পরের ম্যাচেও তাঁর উপর ভরসা রাখবেন ধোনি।

অন্যদিকে অজিঙ্কা রাহানে ফর্মে না থাকায় মানীশ পাণ্ডের সামনে খুলে যেতে পারে দরজা। যদিও উইনিং কম্বিনেশন ভাঙতে পছন্দ করেন না অধিনায়ক। নেহরা ও বুমরাহও দলকে ভরসা দিয়েছেন শেষ ম্যাচে। বিশাখাপত্তনমের উইকেটে ভুবনেশ্বর কুমারের থেকেও প্রত্যাশা থাকবে ধোনির। ব্যাটসম্যানদরে সমস্যায় ফেলতে পারেন থিসারা পেরেরা। তাঁর হ্যাটট্রিক রাঁচি ম্যাচে কাজে না লাগলেও ভারতীয় ব্যাটসম্যানদের বেগ দিতে তৈরি তিনি। সিরিজ ১-১ হয়ে যাওয়ায় দু’দলের কাছেই লড়াইও সমানে সমানে।  

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।