ইলিশের ৬ষ্ঠ অভয়াশ্রম করার উদ্যোগ
দেশে ইলিশের ৬ষ্ঠ অভয়াশ্রম করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশে বর্তমানে ৫টি অভয়াশ্রম থাকলেও নতুন করে ইলিশ/ জাটকার বিচরণ ক্ষেত্র তৈরি করতে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় এই ৬ষ্ঠ অভয়াশ্রম করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
রোববার জাতীয় সংসদে পিনু খানের (মহিলা আসন-১১) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, জাটকায় প্রাচুর্যতা পর্যবেক্ষণ এবং পানির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে জাটকার অনুকুল পরিবেশ নিশ্চিত হয়ে বরিশাল জেলার হিজলা উপজেলার নাছাকাটি পয়েন্ট, হরিনাথপুর পয়েন্ট ও ধুলখোলা পয়েন্ট এবং মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর অঞ্চলে মেঘনার শাখা নদী হিজলা উপজেলার ধর্মগঞ্জ ও নয়াভাঙ্গানী নদী এবং মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশ/ জাটকার বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে নতুন এই অভয়াশ্রম করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের আব্দুল লতিফের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিংড়ি ও মৎস্যজাত পণ্যের নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে কূটনৈতিক যোগাযোগ, বাংলাদেশি বিভিন্ন মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান/ রফতানিকারকসহ বিভিন্ন মৎস্যপণ্য বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ, রফতানির লক্ষ্যে নতুন মৎস্যপণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রশিক্ষণ আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বাজারে স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সংরক্ষণ এবং বিপণনের বিষয়েও সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে। মৎস্য অধিদফতর দেশের আপামর জনসাধারণের নিরাপদ মাছ প্রাপ্তি নিশ্চিত করতে ফরমালিনের অপব্যবহার রোধে গণসচেতনা বৃদ্ধিতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য বাজার ও আড়ৎগুলোতে সচেতনতা সভা করা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে বিভাগ ও জেলা পর্যায়ে ৮০টি ফরমালিন ডিটেকটিং ডিজিটাল কিট বিতরণ করা হয়েছে।
এছাড়া প্রতি জেলায় একটি করে ফরমালিনমুক্ত বাজার ঘোষণার উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও মন্ত্রী জানান।
এইচএস/একে/এমএস