মাহমুদুর রহমানকে আটকে রাখা ইতিহাসে নেক্কারজনক কালো অধ্যায়


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সব মামলায় জামিন হওয়ার পরও সাজানো নতুন মামলায় ফের আটক রাখা হয়েছে।

বিচারিক ইতিহাসে এটা নেক্কারজনক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে মন্তব্য করে মাহমুদুর রহমানের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।

এমএম/জেএইচ/এবিএস










পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।