মিরপুরে বাউল গানের আসর থেকে গ্রেফতার ৪০


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের একটি ক্যাফের ভেতর বাউল গানের আসর থেকে ৪০ জন শিল্পী-ভক্তদের গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে মিরপুরের বেনারসি পল্লীর ১নং গলির ‘হট ভার্সেস কুল কফি হাউজে এ ঘটনা ঘটে।
 
এসময় পুলিশের বিরুদ্ধে মারধর, টানা হেঁচড়া ও অকথ্য ভাষায় কথা বলার অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারের সময় পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
 
আসামিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় গণ-উপদ্রব আইনে মামলা দেয়া হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুইয়া মাহবুব হোসেন জাগো নিউজকে বলেন, ‘উচ্চস্বরে গান গেয়ে এলাকার মানুষকে বিরক্ত করায় তাদের গ্রেফতার করে মামলা দেয়া হয়েছে।’
 
তবে ওই বাউল সঙ্গীতের আসরে উপস্থিত একজন ভক্ত জাগো নিউজকে বলেন, ‘কফি হাউজের শাটার বন্ধ করে মাইক ছাড়া বাউল সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল। পুলিশ এসে সবাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় কয়েকজনকে মারধর ও গালিগালাজ করেন। এর আগেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।’
 
জানতে চাইলে এসি মাহবুব হোসেন জাগো নিউজকে বলেন, ‘তারা যেই দোষ করেছেন সেই দোষে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে। অশ্লীলভাবে নৃত্য পরিবেশন করে তারা মানুষকে বিরক্ত করছিল।’
 
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ভুইয়া মাহবুব।
 
এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।