সুনামগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবক নিহত


প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

সুনামগঞ্জ শহরে সন্ত্রাসীদের হামলায় বিশ্বজিৎ চৌহান নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেলে কাজীর পয়েন্ট এলাকায় হামলার শিকার হন বিশ্বজিৎ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিশ্বজিৎ চৌহান (২৫) নিজ বাসা থেকে কাজীর পয়েন্ট এলাকায় তার কাকার দোকানে যাওয়ার পথে কুটুম বাড়ি রেস্তোরাঁর সামনে কয়েকজন সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন।

এসময় আশপাশের লোকজন দৌড়ে এসে বিশ্বজিৎ চৌহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রাথমিকভাবে খুনের কারণ জানা যায়নি। পুলিশ খুনিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।’

ছামির মাহমুদ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।