প্রথম দিনটা নিউজিল্যান্ডের


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ইতিহাসের অনেক গ্রেট খেলোয়াড় বিদায়ী টেস্টে মনে রাখার মতো কিছু করতে না পারার আক্ষেপে পুড়েছেন। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম যা করলেন তা রীতিমত বিস্ময়। শেষ টেস্টে নিজেকে নিয়ে অনন্য উচ্চতায়। শেষ ম্যাচের প্রথম ইনিংসে দ্রুততম টেস্ট সেঞ্চুরির সাথে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন কিউই অধিনায়ক ম্যাককালাম। আর এতেই ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ডের।

শনিবার ভোর রাতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় না নিউজিল্যান্ডের। ২০ ওভারের মধ্যে ৩২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। গতিময় ঘাসের উইকেটে অস্ট্রেলিয়ান পেসারদের দাপট দেখানোর দিনই ছিল। কিন্তু বিরুদ্ধ পরিবেশে রুখে দাঁড়ান ম্যাককালাম। পাল্টা আক্রমণে ধ্বসিয়ে দেন অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ। প্রথম ছক্কাতে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড ভেঙ্গে ফেলেন ম্যাককালাম। ইনিংস শেষে তার মোট ছক্কা ১০৬। ৩৯ রানের সময় একটি লাইফ পেয়েছেন তিনি। মিচেল মার্শ ক্যাচ নিয়েছিলেন। কিন্তু জেমস প্যাটিনসনের করা বলটি ওভার স্টেপিংয়ের কারণে রিপ্লেতে `নো` হিসেবে ধরা পড়ে।

৩৪ বলে  করেন প্রথম ফিফটি। পরের ৫০ রান এসেছে মাত্র ২০ বলে।কোরি অ্যান্ডারসনের সাথে মাত্র ১৮.২ ওভারে ১৭৯ রানের জুটি গড়েন ম্যাককালাম। তাদের জুটির রান গড় ৯.৭৬! এই রানের ১০৮ এসেছে ম্যাককালামের ব্যাট থেকে। ৪৬তম ওভারে ম্যাককালাম যখন প্যাটিনসনের বলে ন্যাথান লায়নকে ক্যাচ দিয়ে ফেরেন তখন দাঁড়ানো অভিবাদন পেলেন। দলের রান তখন ২৫৩। অ্যান্ডারসন ৬৬ বলে ৭২ রান করে এরপর ফিরেছেন। বিজে ওয়াটলিংয়ের ৫৮ ও শেষ তিন ব্যাটসম্যানের ৪৫ রানে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে পায় ৩৭০ রানের সংগ্রহ।

অস্ট্রেলিয়া দিনের শেষ ২০ ওভার খেলেছে। হারিয়েছে ডেভিড ওয়ার্নারের উইকেট। ১২ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হয়েছেন তিনি। জো বার্নস ২৭ ও উসমান খাজা ১৮ রানে অপরাজিত। এখনো অতিথিরা ৩১৩ রানে পিছিয়ে।  

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।