বিইউপিতে মাতৃভাষা দিবস উদযাপন


প্রকাশিত: ০৫:০২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় বিইউপির বিজয় অডিটোরিয়ামে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ বলেন, বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস একুশে ফেব্রুয়ারি। আমাদের জাতীয় ইতিহাসে এ দিনটি একই সঙ্গে বেদনার ও গৌরবের। মাতৃভাষার সম্মান রক্ষায় অসাধারণ আত্মত্যাগের ভাস্মর এ দিনটিকে ঘিরে জাতির শোক ও শ্রদ্ধার অনন্য প্রকাশ আজ এক মহান ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই ঐতিহ্যেরই উদ্দীপ্ত চেতনায় পালিত হয় মহান এ দিনটি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো যে ভাষা তা আমাদের চেতনার মূল উপাদান । তার অসামান্য সৌন্দর্য্য বাঙালির প্রজন্ম পরম্পরার উত্তরাধিকার। সর্বস্তরে বাংলার প্রচলন ও এর নিরবিচ্ছিন্ন চর্চা জাতি হিসেবে আমাদের ক্রমেই সামনের দিকে এগিয়ে নেবে। সকলের অংশগ্রহণেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার গৌরব ও মর্যাদার আলো নিয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে।

এর আগে বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদের নেতৃত্বে উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীমসহ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ফ্যাকাল্টিসমূহের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

এনএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।