ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ঢাবির উর্দু বিভাগ


প্রকাশিত: ১০:৫০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ। রোববার সকাল সোয়া ৮টায় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইস্রাফিলের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উর্দু বিভাগের দুই প্রভাষক গোলাম মাওলা হিরণ ও হাফসা আক্তার উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সমবেত হয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখান থেকে পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তাঁরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রভাষক গোলাম মাওলা হিরণ দেশের সর্বক্ষেত্রে মাতৃভাষা বাংলার প্রচলনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সকলের উচিত অফিস আদলতসহ দেশের সব ক্ষেত্রে মাতৃভাষা বাংলাকে গুরুত্ব দেয়া।

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।