লক্ষ্মীপুরে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রলির নিচে চাপা পড়ে রমিজ উদ্দিন (৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরলরেন্স এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ ওই এলাকার আবদুস সহিদের ছেলে। সে স্থানীয় হাজিপাড়া আল-আরাফা দারুল উলুম মাদ্রাসার ইবতেদায়ি দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় মাটিভর্তি একটি ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র রমিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাজল কায়েস/এআরএ/পিআর