ফেনীতে শুরু হলো শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

ফেনীতে শুরু হয়েছে বীরমুক্তিযোদ্বা শহীদ ক্যাপটেন শেখ কামাল জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। শুক্রবার সকালে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

সিনিয়র সচিব ও তথ্য কমিশনের কমিশনার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

চ্যাম্পিয়নশিপের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, মুজিবুল হক রিপন, কেবিএম জাহাঙ্গীর আলম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

Feni

আয়োজক সূত্র জানায়, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৪২ জেলা, ৫টি বিভাগ, ৩টি সংস্থা ও শিক্ষা বোর্ডের ১টি দল সহ মোট ৫১টি দলের হয়ে মোট ২০৭ জন বালক ও ৬০ জন বালিকা অংশ নিচ্ছে। ২ জানুয়ারি এ প্রতিযোগিতার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীতে দ্বিতীয়বারের মত এ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্থানীয় একদল নিত্য শিল্পী।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।