চলছে ডটকম ফেস্ট মেলা
হ্যালো ইভেন্ট ও জুম মাল্টিমিডিয়ার উদ্যোগে ডটকম ফেস্ট শিরোনামে বনানীর প্লাটিনাম সুইট হোটেলে চলছে দ্বিতীয় দিনের মতো প্রযুক্তি মেলা। শুক্রবার ছিলো মেলার দ্বিতীয় দিন। তাই এদিন অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্টলে ছিল উপছে পড়া ভিড়।
এর মধ্যে সেক্টর বাজার ডটকম, একটিভ ডিভাইস লিমিটেড,শাদিবাজার ডটকম,জবস বিডি ডটকম, শিখেনিন ডটকম, সল্যুশান নাইন , হোস্ট মাইট এর স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিকে, অংশগ্রহণকারীদের পক্ষ থেকে দর্শনার্থীদের অপরিসীম জিজ্ঞাসার উত্তর দিতে বেগ পেতে হয়, কারণ প্রতিদিন ই-কমার্স এর যে অগ্রযাত্রায় বাংলাদেশ গতিশীল তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে তরুণদের আগ্রহও।
আয়োজকদের পক্ষ থেকে ধারনা করা হচ্ছে প্রথম দুই দিনের মতো আগামীকাল (শনিবার) শেষদিনেও আগ্রহী দর্শনার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আয়োজনকে উপভোগ্য করবে। আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষদিনে দর্শনার্থীদের জন্য বাড়তি প্রাপ্তির নিশ্চয়তা দেয়া হচ্ছে।
আরএম/এসকেডি